চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ১২ বছর বয়সী মোঃ নোমান নামে এক মাদ্রাসা ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছে।
এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র নোমানের পরিবারের সদস্যরা।
মোঃ নোমান পড়াশোনার সুবাদে ঢাকার কদমতলী থানাধীন মেরাজ নগর বি ব্লকস্থ দারুল উলুম ফক্কানিয়া মাদ্রাসা হতে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে হারিয়ে যায়।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও আমির খান বাড়ির বাসিন্দা আবু জাফর খানের ছেলে নোমান এর শারীরিক গড়ন: চুল-ছোট/খাট, গায়ের রঙ: শ্যামলা, উচ্চতা: ৪ ফুট ও মুখমন্ডল: লম্বা। তার পড়নে সাদা রঙের গেঞ্জি ও আকাশী রঙের পায়জামা পরিহিত ছিল।
এ ঘটনায় বুধবার (১ মে) ঢাকার কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা রুমা আক্তার। জিডি নং- ১৮।
এদিকে নোমানের বাবা আবু জাফর ও মা রুমা আক্তার তাদের সন্তানের খোঁজে সবার সহযোগিতা চেয়েছেন। এবং তার কোনো খবর পেলে 01827-719422, 01719-635527 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তারা।