সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদে গত ১১ নভেম্বর নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব হস্তান্তর ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২ জানুৃযারি রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে দায়িত্ব হস্তান্তরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণদের জন্য আখাঙ্কিত ও প্রত্যাশিত দিন। যারা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রতীক নৌকার জন্য কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রধান হাতিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। তাই আপনারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরন করবেন বলে আমি বিশ্বাস করি। এলাকার গরীব মানুষ যেন সেবা পায় সে মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখবেন। নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব একজন শিক্ষক মানুষ। আপনাদের এলাকার সন্তানদের মানুষ করতে পাঠিয়েছেন ওনার কাছে। ওনার হাতে হাজারো সন্তান মানুষ হয়েছেন। তাই ওনার বিষয়ে আপনারা অনেক ভাল কিছুই জানেন। যে ভাবে ভোট দিয়ে ওনাকে আপনারা জয়ী করেছেন আমার বিশ্বাস ওনি আপনাদের ভোটের মর্যাদা অবশ্যই রক্ষা করবে।

৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল উল্লাহ পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, ৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মিজি, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক, ৯ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন তালুকদার প্রমুখ।
এসময় ৯ নং বালিয়া ইউনিয়নের নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত সদস্য লিপি বেগম, পান্না আক্তার, পিয়ারা বেগম, সাধারণ সদস্য কাদির গাজী, জাহিদ হাসান খান, সাইফুল ইসলাম খান, সেলিম তালুকদার, মানির শেখ, হামিদ ভূঁইয়া, কাদির রাঢ়ীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ নভেম্বর নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী মুরাদ মিজি নির্বাচনের পরদিন মৃত্যুবরণ করেন। মরহুমের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফখরু উদ্দিন।