চাঁদপুরের নৌ পথে শৃঙ্খলা আনা, মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধ, ঝোপ অপসারণ, নদীদূষণ রোধ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নৌ পথে চুরি-ডাকাতিসহ অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে নৌ পুলিশ। নৌ পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
শনিবার (১ জুন) নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন
নৌপথে যেকোনো প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। ‘পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক নৌ পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।’
তিনি আরও বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সোনার বাংলা বিনির্মাণ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ণে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবহমান বাংলার নৌ পথ সুরক্ষায় ২০১০ সালে একটি বিশেষায়িত ইউনিট গঠনের ধারণা দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে নৌ পুলিশ নামে একটি বিশেষায়িত ইউনিট আত্মপ্রকাশ করে। নৌ পথে জনগণকে নিরাপত্তা দিতে নৌ পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌ পুলিশ প্রত্যক্ষভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি উৎস মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নৌ পুলিশ সারা বছর বিভিন্ন অভিযান চালিয়ে থাকে। পাশাপাশি মৎস্য পেশার সঙ্গে জড়িত সব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে জনসচেতনতা বাড়াতেও নৌ পুলিশ কাজ করে চলেছে।’
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘চাঁদপুর অঞ্চলের সকল নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে নৌপথে যাত্রী, নৌযান মালিক এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়। ‘ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের ভালো কাজের রেকর্ড ভাঙতে হবে।’
নৌ পথে জনগণকে নিরাপত্তা দিতে নৌ পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌ পুলিশ প্রত্যক্ষভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি উৎস মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নৌ পুলিশ সারা বছর বিভিন্ন অভিযান চালিয়ে থাকে। পাশাপাশি মৎস্য পেশার সঙ্গে জড়িত সব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে জনসচেতনতা বাড়াতেও নৌ পুলিশ কাজ করে চলেছে।’
মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে মাছের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। এছাড়াও, নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করায় নৌ অধিক্ষেত্রে নৌ সন্ত্রাসের পরিমাণ হ্রাস পেয়েছে। নৌ পুলিশ প্রতিষ্ঠার ১১ বছরের অগ্রযাত্রায় নৌ পুলিশ নৌ পথে জনগণের ভরসাস্থলে পরিণত হয়ে উঠেছে।’