নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নোয়াঁগাও উচ্চ বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৯ জানুয়ারী রবিবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৪ জন অভিবাভক প্রতিনিধি ও ১ জন সংরক্ষিত মহিলা অভিবাভক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচনে অভিবাভক প্রতিনিধি পদে ৪ টি পদের বিপরীতে ৯ জন ও সংরক্ষিত ১ টি পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ নেন। নির্বাচনে ২ শত ২৩ জন ভোটারের মধ্যে ২ শত ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ১ শত ৯ ভোট পেয়ে মো: জুলহাস প্রথম, ১ শত ৪ ভোট পেয়ে আবদুল মান্নান দ্বিতীয়, ১ শত ১ ভোট পেয়ে মো: মনির হোসেন (১) তৃতীয় , ও ৮৯ ভোট পেয়ে মো: জহিরুল ইসলাম বদু চতুর্থ হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা প্রতিনিধি পদে ১ শত ৩১ ভোট পেয়ে নুরজাহান আক্তার বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: দেলোয়ার হোসেন কো-অপ্ট সদস্য আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মো: সৌহরাব হোসেন বাবুল, সহকারী প্রধান শিক্ষক মো: শহিদউল্ল্যাহ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহনেওয়াজ, সংরক্ষিত কাউন্সিলর পুতুল প্রমুখ।