চাঁদপুর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন কারীর জামিনে মুক্তিলাভ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
মোশারফ কারী বেশ কয়েক বছর প্রবাসে জীবন যাপন করেন। প্রবাসে থাকা অবস্থায় একটি মামলায় সাজা হয় তার, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি প্রবাস থেকে দেশে ফিরেই আত্মসমর্পন করেন।
আত্মসমর্পনের পর আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর বেশ কিছুদিন কারাবোগের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে বের হন।
মোশারফ কারীর জামিনে মুক্তি খবর শুনে জেলা যুবদল নেতাকর্মী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল নেতা আতিকুর রহমান লিটন, জুয়েল কারীসহ ওয়ার্ড যুবদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।