মো. রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় সজীব (২৪) ও আতিক (১৬) নামের ট্রাক্ট্ররের (জমিতে চাষ করা) দুই হেলপার নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক।
ট্রাক্টর চালক মেহেদী হাসান বলেন- বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে ট্রাক্টরটি নিয়ে যাওয়ার পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি অজ্ঞাত বিআরসিটি বাস আমাদেরকে বাকসরলীকরণ ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিযে চলে যায়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক নিহত হয় এবং চালক মেহেদী হাসান ও ট্রাকের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়। বিআরটিসি বাসটি দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে পারি জমায়।
স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। এদিকে নিহতের বাড়িতে শোকের ও কান্নায় আহাজারিতে মাতম বইছে। কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চার লাইন করনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দুই জনের লাশ কচুয়া থানায় নিয়ে আনা হয়েছে।