ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু।
শুক্রবার (৩২ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় চাঁদপুর -ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাগাদী চৌরাস্তা এলাকায় বালু বহনকারী পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নিহত হয়েছেন।
নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।
বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঘটনার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক চাপা পড়েন এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।
নিহত ব্যাক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপ ভ্যান মোটর সাইকেলআরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।