নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম রাজারগাঁও গ্রামে সম্পত্তি দখলে নিতে তিন দাগের দুই শতাধিক গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ওই গ্রামের মিজি বাড়ীর আবদুল হাইয়ের পৈত্রিক সূত্রে দখলকৃত তিন দাগে বাড়ীর ফল বাগান ও কবরস্থানের উপর বিভিন্ন ফলাদি গাছে কেটে নেয় বাদশা মিজি গংরা।
বুধবার ও বৃহস্পতিবার বাদশা, মান্নান, জামাল ও বোরহান মিজির নেতৃত্বে দলবল নিয়ে প্রভাব খাটিয়ে ফলাদি গাছগাছালি কেটে ছোট ছোট স্থাপনা করে।
বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা গেছে, দুই পরিবারের মধ্যে কয়েক মাস যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বাগবিতণ্ডা চলছে।
আবদুল হাই বলছে, তারা কোন সম্পত্তি পাবে না। দীর্ঘ বছর ধরে পৈত্রিক সম্পত্তি সুসম বন্টনের প্রেক্ষিতে আমরা ভোগ দখল করে আসছেন।
বাদশা মিজি গংদের দাবী, ওয়ারিশের প্রায় ৩৭ শতাংশ সম্পত্তি তারা পাওনা। ওই সম্পত্তিগুলো বাড়ী ও নালায় দখলে ছিল আবদুল হাই।
ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক নাজিম।
নবাগত ইউপি সদস্য জামাল খান বলেন, বাদশা মিজি গংদের সাথে কথা বলে গাছ কাটা বন্ধ করা হয়েছে। উভয় পরিবারের সমস্যা নিরসনে বৈঠকের ব্যবস্থা প্রক্রিয়াধীন।