চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর পরিবারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।
এতে হামলার স্বীকার গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, রবিবার (১৪ জুলাই) উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর বড় বাড়ীর প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার, বাবা করিম মাস্টারসহ শিশু সন্তান এমন নির্মম হামলার শিকার হন। প্রবাসীর পরিবারে কোন পুরুষ বাড়িতে না থাকায় আইনি ব্যবস্থা নিতে পারছেন না বলে জানা পরিবারের সদস্যরা।
তারা আরো জানান, এই বাড়ীর প্রতিপক্ষ শামসুল মিজির ছেলে মো. ইউসুফ ও মিজান সহ ৭/৮ জন বহিরাগত লোক প্রবাসী মাহবুবুর রহমানের সম্পত্তিতে জোরপূর্বক দখল কালে বাধা দিলে নারী, শিশু, বৃদ্ধের উপর এ হামলা চালায়।
স্থানীয় আজাদসহ বাড়ীর অন্যান্যরা জানান, প্রবাসী মাহবুবের পরিবারের কয়েকজন সদস্যকে যে ভাবে ইউসুফ ও মিজান গংরা হামলা চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা বাড়ীর লোকজন হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার বলেন, আমাদের পরিবারে পুরুষ শূন্য। যে কারনে তারা আমাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে আমাদেরকে মেরে রক্তাক্ত জখম করেছে। আমরা এ সন্ত্রাসী হামলার বিচার প্রশাসনের কাছে চাইবো।
প্রতিপক্ষ ইউসুফ মিয়া জানান, তাদের সাথে পূর্বে জমিজমা নিয়ে বিরোধ ছিল। তবে মারামারির কোন ঘটনা ঘটেনি।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই এক পক্ষের অভিযোগ শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে সমাধানের লক্ষ্যে কাজ করার চেষ্টা করবো।