সজীব খান : সদ্য সমাপ্ত চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী পরবর্তী আলোচনা সভা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শাহমাহমুদপুর ইউনিয়নের নৌকার কেন্দ্র কমিটির আহ্বায়ক শরীর পাটওয়ারীর বাড়ি সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, শাহমাহমুদপুরের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শরিফ হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপু ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্ট, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আঃ হান্নান সবুজ,শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ সভাপতি খন্দকার শাহীদুল আলম মাহফুজ, মাসুদুর রহমান পাটওয়ারী , যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু আবু নোমান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুষার, আবুল বাশার রনি, রুবেল কারী, হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা তুহিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ প্রমুখ।
অনুষ্ঠানে সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, নৌকার বিজয়ের জন্য অতিথের ন্যায় ভবিষ্যৎ ও সবাই কাজ করতে হবে, যারা সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নৌকার বিজয়ের জন্য যারা কাজ করছেন, সকলের কাছে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শরীফ হোসেন পাটওয়ারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলোচনা শেষে শরীফ পাটওয়ারীর ছোট ভাই, তরুন ব্যবসায়ী আরিফ হোসেনের কবর জিয়ারত করেন।