সজীব খান : চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৯৭ দশমিক ৩৫। প্রতিষ্ঠান থেকে এ বছরও জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। চাঁদপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত এ কলেজটি ও পাসের হারে এগিয়ে রয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর ৫ শত ৫৭ জন এইচ এসসি পরিক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্য ৫ শত ৪২ পাস করেন। মোট পাসেন হার ৯৭ দশমিত ৩৫।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ফলাফলের গুনগতমান অব্যাহত রাখার জন্য প্রতিজন শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রম করে, ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদানের বিষয়ে খোঁজ খবর রাখে। অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে,এ জন্য আমাদের শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞতা সব সময় থাকে।