মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারী) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ১৮৯ নমুনা পরীক্ষা করে ১৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
শনাক্ত হওয়া ১৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ২ জন, হাজীগঞ্জে ৪ জন, হাইমচরে ১ জন, কচুয়ায় ২ জন ও শাহরাস্তিতে ৫ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১৪ জনসহ বৃহষ্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ১৬০ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬০৯ জন।
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ৩০৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০০, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।