গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক প্রদান করেছেন আশিকাটি ইউনিয়স্থ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ঢাকা বনানীর মনিরা ওভারসীজ রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ঢাকাস্থ সেনগাঁও সমাজ কল্যাণ সংঘের আহ্বায়ক মোঃ জাকির হোসেন জাহাঙ্গীর তালুকদার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, সহ সভাপতি মোঃ মানিক পাটওয়ারী।
এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে বিদ্যালয়ের পড়ালেখার মান-উন্নয়ন, স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হয়।