নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে দুই জা’য়ের ঝগড়ায় বিলকিস বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বিলকিস বেগম বেলঘর পদুয়া মুন্সী বাড়ির নোমান মুন্সীর স্ত্রী। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর পদুয়া মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুই জা সকালে ঝগড়া করে এতে বিলকিস বেগম নামের এক জা অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেন।