স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক মোঃ আবু তাহেরের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার শহরের বিটি রোডস্থ তার বাড়িতে মিলাদ ও কূলখানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম আবু তাহের কর্মময় জীবনের বন্ধু বান্ধব, সহকর্মী, আত্মীয় স্বজন, রাজনীতিক ব্যাক্তিবর্গ, সমাজ সেবক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ আবু তাহেরর বড় ছেলে, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন তার বাবার জীবন দশায় কারো সাথে মনোমালিন্য, ঝগড়া-বিবাদ হয়ে থাকলে তার বাবার পক্ষ থেকে তিনি সকলের কাছে ক্ষমা চান, এবং তার বাবার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে আবু তাহেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।