স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন দিন। আজকের এই দিনে ১৯৭১সালে পাকিস্থানীরা ইতিহাসের জঘন্য ও পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে জাতিকে চিরতরে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই আমি ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করছি হত্যাকারীদের প্রতি। আজকের দিনে স্মরন করছি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার সঠিক নেতৃত্বে মাত্র ৯ মাসে দেশটি স্বাধীন হয়। রাষ্ট্রীয় স্বীকৃতির কারনে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ন। এ স্বীকৃতি দেওয়ার কারনে প্রধানমন্ত্রী কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের প্রতি। যার সহায়তায় আমরা অত্র শাহতরীস্থ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন করত সক্ষম হয়েছে। বর্তমান সরকারের আমলে উন্নয়নের মহাসড়কে পৌঁছেছি। আজকের দিনে শহীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করছি।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, মাওলানা শহিদুল ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী আকলিমা আক্তার পুষ্প।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহাবুবুর রহমান, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি গ্রন্থাগারিক নাছরিন আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি গ্রন্থাগারিক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।