চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখা কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকেলে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ২৬১ নং চাঁদপুর-২ সংসদীয় আসনের প্রার্থী ডাঃ মোহাম্মদ আব্দুল মুবিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখার সভাপতি মাওলানা মোঃ রবিউল আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হাই শিকদার, উপজেলা শিবির সভাপতি মাহবুব হোসেন সরকারসহ অনেকে।