শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সিঙ্গার শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে পৌরসভার উত্তর ঠাকুর বাজার মিয়াজি ভিলায় এ শোরুমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উদ্বোধনী শাখার কর্মকর্তা মোঃ আতিক উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে এটির শুভউদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল এরিয়া ম্যানেজার মোঃ রাজীব চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ইতোমধ্যে দেশ জুড়ে সিঙ্গার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, গ্রাহকদের কথা চিন্তা করে সিঙ্গার তার প্রোডাক্ট তৈরি করে এবং সেবা নিশ্চিত করে।
এ শোরুমে এসে কিংবা অনলাইনে যেকোনো সময় মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন সহজে।
বর্তমানে সিঙ্গারের প্রডাক্ট খুব সহজে গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা উপজেলায় এটির শাখা উদ্বোধন করা হচ্ছে। তারেই অংশ হিসেবে শাহরাস্তি সিঙ্গারের পথ চলায় যুক্ত হলো।
পরিশেষে তিনি আরো বলেন সেবা নিন নিরাপদে, সিঙ্গার পরিবার আছে আপনাদের পাশে।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শাহরিয়ার, শাহরাস্তি পৌর কাউন্সিলর মোঃ কায়কোবাদ আজাদ ও প্রহ্লাদ দে পলু,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, এলাকার বিশিষ্ট জন,সাংস্কৃতিক কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ ।