এস এম ইকবাল : ফরিদগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ১০ জন জেলের পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা বলেন, বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় জেলেদের পরিবারদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য ৬০জন জেলের পরিবারকে আমরা সেলাই ট্রেনিং করিয়েছি, তার মধ্যে আজ ১০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে আগামিতে বাকিদেরকেও দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মাসুদ ও জাকির হোসেন প্রমুখ।