সংবাদ বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন এডভোকেট মোঃ আরিফ হোসাইন।
তিনি ২০১২ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
সর্বশেষ ২০২১ সালে তিনি চাঁদপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব নির্বাচিত হন। তাকে আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী জিএম কাদের (এম.পি) মহাসচিব মজিবুল হব চুন্নু (এম.পি), চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল লতিফ শেখ সহ জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারই সাথে সাথে তিনি জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের কাছে দোয়া প্রর্থনা করেন যাতে করে তার উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ ভাবে পালন করতে পারেন। সাথে সাথে তিনি এও বলেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যে কোন নেতা কর্মীদের যে কোন আইনী সেবা প্রদানে তিনি বদ্ধপরিকর।
বর্তমানে তিনি চাঁদপুর জজকোর্টে একজন আইনজীবী হিসাবে কর্মরত আছেন।