ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তোমার অপেক্ষায়…

সুখের অবশ মায়া যেন কাটেনা বেলা
অলস নিরালায় তোমাতে সম্মোহনী 
এই যে সঞ্জীবিত অভীস্পিত অনুভূতি 
টানাপোড়েনের কী অগ্নিজ্বালা
যুদ্ধ লাগে পাড়ায় পাড়ায়,
ভালবাসা ভর করেছে যে মনে
পৃথিবীর ভাবনা তাকে কি মানায়?
রজনীর বুক ছিঁড়ে খুঁজে বেড়ায় তোমায় 
আকণ্ঠ তৃষ্ণা জাগে নিবিড় একাগ্রতায় 
তোমার নেশা কী যে দারুন নেশা
সাগর তীরে দাঁড়িয়ে কে যেন ডাকছে আমায়-
আয় আয় কাছে আয় 
অন্ধকারের নিঃসঙ্গতায় পাই
তোমার আলিঙ্গন,
ভালবাসাহীন বাঁচা 
মিছে বাঁচা, ওরে এ কেমন বাঁচা?
আর কতকাল কাটবে  এমন নিস্তরঙ্গ জীবন!
তুমি আছো নীরব নিবিড়তায়
আমার গ্রীবাদেশের পিছনে
সত্য হয়ে যুক্তির মানদণ্ডে
আমি বুঝি, সবি বুঝি,
কিন্তু মেনে নিতে পারিনা,
ভালবাসা যে নিভে যায় না
থেমে যায় না কভু,
নিভে যেতে গেলে 
জীবন প্রদীপ নিভে দিয়ে যায়,
এ অপেক্ষা বুঝি অনন্ত অপেক্ষা,
গোপন অভিসারে তাই ডাকি তোমায়
ফিরে এসো বাহুডোরে
দূরে রইবে আর কত অভিমানে।
লেখক : নুর হোসেন রুবেল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

তোমার অপেক্ষায়…

আপডেট সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
সুখের অবশ মায়া যেন কাটেনা বেলা
অলস নিরালায় তোমাতে সম্মোহনী 
এই যে সঞ্জীবিত অভীস্পিত অনুভূতি 
টানাপোড়েনের কী অগ্নিজ্বালা
যুদ্ধ লাগে পাড়ায় পাড়ায়,
ভালবাসা ভর করেছে যে মনে
পৃথিবীর ভাবনা তাকে কি মানায়?
রজনীর বুক ছিঁড়ে খুঁজে বেড়ায় তোমায় 
আকণ্ঠ তৃষ্ণা জাগে নিবিড় একাগ্রতায় 
তোমার নেশা কী যে দারুন নেশা
সাগর তীরে দাঁড়িয়ে কে যেন ডাকছে আমায়-
আয় আয় কাছে আয় 
অন্ধকারের নিঃসঙ্গতায় পাই
তোমার আলিঙ্গন,
ভালবাসাহীন বাঁচা 
মিছে বাঁচা, ওরে এ কেমন বাঁচা?
আর কতকাল কাটবে  এমন নিস্তরঙ্গ জীবন!
তুমি আছো নীরব নিবিড়তায়
আমার গ্রীবাদেশের পিছনে
সত্য হয়ে যুক্তির মানদণ্ডে
আমি বুঝি, সবি বুঝি,
কিন্তু মেনে নিতে পারিনা,
ভালবাসা যে নিভে যায় না
থেমে যায় না কভু,
নিভে যেতে গেলে 
জীবন প্রদীপ নিভে দিয়ে যায়,
এ অপেক্ষা বুঝি অনন্ত অপেক্ষা,
গোপন অভিসারে তাই ডাকি তোমায়
ফিরে এসো বাহুডোরে
দূরে রইবে আর কত অভিমানে।
লেখক : নুর হোসেন রুবেল