হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফি নামের সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের এমদাদ হোসেনের ছেলে।
জানা গেছে, এ দিন দুপুরে রাফি বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এরপর বেশ কিছু সময় ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওল্ নাঈম।