শাহরাস্তি প্রতিনিধি : ‘কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ স্লোগানে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ২০২২ সম্পন্ন হয়েছে।
২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাষ্টার মো: হেলাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. মুহাম্মদ মফিজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক আল্লামা মুহাম্মদ মনির হোসাইন আল-আবেদী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাএসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদ মজুমদার।
কাউন্সিল অধিবেশনে মাষ্টার মো: হেলাল আহম্মেদকে সভাপতি, মাওলানা গাজী মোস্তাক আহম্মেদকে সাধারন সম্পাদক, ও মাওলানা ইউসুফ হাছান মাহমুদীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট শাহরাস্তি উপজেলা ইসলামী ফ্রন্টের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।