রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) পৌরশহরের ঠাকুরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন।
উপজেলার ঠাকুর বাজার এলাকায় অবৈধভাবে নো পার্কিং করে গাড়ির থেকে দিনের বেলা মালামাল না নামাতে বলার পরেও নিষেধ অমান্য করে মালামাল নামানোর কারনে ঠাকুর বাজারে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে গাড়ি চালক ও ব্যবসায়ীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৭/৯০ ধারা অপরাধে মোবাইল কোর্টের পরিচালনা মাধ্যমে ৫০০০/- পাচঁ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং পরবর্তীত নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঠাকুর বাজারের মধ্যে কোন ব্যবসায়ী গাড়ি লাগিয়ে দিনের বেলায় নো পার্কিং করে মালামাল নামালে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেন এবং সকাল ৯ ঘটিকার হইতে রাত ৮ ঘটিকার পর্যন্ত সময় বেঁধে দেন, যখন কোন গাড়ি বাজারে দাড় করিয়ে মালামাল নামানো যাবে না।