মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ৪ কেজি গাঁজাসহএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার রাতেউপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ছাত্রী ছাউনীর রাস্তার উপর চেক পোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে মোঃ আরিফ হোসেন আরফাত (২১)কে ৪ কেজি গাাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আরিফব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার কিছমত টেটেশ^র গ্রামের মোঃ হাফেজ আহম্মেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতবুধবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন (রাজিব) ও এএসআই সজল বড়ুয়া সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে ৪ কেজিগাঁজাসহআরিফকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল আরিফকে মাদকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।