এস এম ইকবাল : ফরিদগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
১ অক্টোবর শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ও ওসি তদন্ত প্রদীপ মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে সি.আর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।
সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার পৌর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।