ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন

সাইদ হোসেন অপু চৌধুরী : শরৎকালের হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

Model Hospital

মঙ্গলবার সন্ধ্যায় তারা চাঁদপুর শহরের বেশ কিছু পুজা মন্ডপ পরিদর্শন করেন।

প্রথমেই তারা শহরের শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরের দুর্গা পুজার মন্ডপ পরিদর্শন করেন। এরপর নতুন বাজার গোপাল জিউর আখড়া পূজা মণ্ডপে যান।

এ সময় ভক্তদের উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, মহানবমী‌তে প্রতি‌টি মন্ড‌পে ও ম‌ন্দির মানু‌ষের ঢল নে‌মে‌ছে। গতকাল বৈরী আবহাওয়ার জন‌্য অষ্টমী‌তে মন্ডপে ভক্তবৃন্দ আস‌তে পা‌রেন‌নি।  প্রতিবছর দু‌ষ্টের দমন ও সৃ‌ষ্টের পাল‌নের জন‌্য মাদুর্গা পৃ‌থিবী‌তে আ‌সেন। এ উৎসব সকল সম্প্রদা‌য়ের মা‌ঝে ভাতৃ‌ত্বের বন্ধন তৈ‌রি ক‌রে। আমরা‌ আসাস্প্রদা‌য়িক চেতনায় বাংলা‌তেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যাব। মাননীয় প্রধানন্তিি শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ আসাস্প্রদা‌য়িক চেতনায় এ‌গি‌য়ে যা‌চ্ছে। আবারও সাম্পধা‌য়িক শ‌ক্তি মাথাচাড়া দি‌তে চা‌চ্ছে। নি‌জে‌দের‌কে কখ‌নো সংখৗালঘু ম‌নে কর‌বেন না। কারন ধর্ম যার যার রাষ্ট্র সবার।

আবু নঈম দুলাল পাটওয়ারী ব‌লেন, আপনা‌দের জীব‌নে যেন সুখ শা‌ন্তি আ‌সে অপশ‌ক্তি দূর কর‌তে দুর্গারপূজায় প্রার্থণা কর‌ছনে, দেশ থে‌কেও যেন অপশ‌ক্তি দূর হয় সেজন‌্য সরকার কাজ কর‌ছে। কারন ধর্মীয় হানাহানি ও কুসংস্থার থে‌কে আমরা মুক্ত হেতে চাই। দুর্গা পূজা মহালয়র দি‌নে তে‌শের পঞ্চগ‌ড়ে এক‌টি নৌদুর্ঘটনায় অ‌নে‌কের প্রাণ হা‌নি হয়, সে দুর্ঘটনার জন‌্য আমরা শোকাহত।

তিনি আরো বলেন, এখানে সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মীয় উৎসব পালন করবে। আচার অনুষ্ঠান পালন করবে স্বাধীনভাবে। আর সেটি নিশ্চিত করতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, কালিবাড়ী মন্দিরের সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, উদযাপন পরিষদের আহ্বায়ক গোবীন্দ্র সাহা, কোষাধক্ষ্য বিকাশ মজুমদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুর রহমান গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার প্রমুখ।

ট্যাগস :

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হলেন মোস্তফা মজুমদার সুমন

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন

আপডেট সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

সাইদ হোসেন অপু চৌধুরী : শরৎকালের হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

Model Hospital

মঙ্গলবার সন্ধ্যায় তারা চাঁদপুর শহরের বেশ কিছু পুজা মন্ডপ পরিদর্শন করেন।

প্রথমেই তারা শহরের শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরের দুর্গা পুজার মন্ডপ পরিদর্শন করেন। এরপর নতুন বাজার গোপাল জিউর আখড়া পূজা মণ্ডপে যান।

এ সময় ভক্তদের উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, মহানবমী‌তে প্রতি‌টি মন্ড‌পে ও ম‌ন্দির মানু‌ষের ঢল নে‌মে‌ছে। গতকাল বৈরী আবহাওয়ার জন‌্য অষ্টমী‌তে মন্ডপে ভক্তবৃন্দ আস‌তে পা‌রেন‌নি।  প্রতিবছর দু‌ষ্টের দমন ও সৃ‌ষ্টের পাল‌নের জন‌্য মাদুর্গা পৃ‌থিবী‌তে আ‌সেন। এ উৎসব সকল সম্প্রদা‌য়ের মা‌ঝে ভাতৃ‌ত্বের বন্ধন তৈ‌রি ক‌রে। আমরা‌ আসাস্প্রদা‌য়িক চেতনায় বাংলা‌তেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যাব। মাননীয় প্রধানন্তিি শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ আসাস্প্রদা‌য়িক চেতনায় এ‌গি‌য়ে যা‌চ্ছে। আবারও সাম্পধা‌য়িক শ‌ক্তি মাথাচাড়া দি‌তে চা‌চ্ছে। নি‌জে‌দের‌কে কখ‌নো সংখৗালঘু ম‌নে কর‌বেন না। কারন ধর্ম যার যার রাষ্ট্র সবার।

আবু নঈম দুলাল পাটওয়ারী ব‌লেন, আপনা‌দের জীব‌নে যেন সুখ শা‌ন্তি আ‌সে অপশ‌ক্তি দূর কর‌তে দুর্গারপূজায় প্রার্থণা কর‌ছনে, দেশ থে‌কেও যেন অপশ‌ক্তি দূর হয় সেজন‌্য সরকার কাজ কর‌ছে। কারন ধর্মীয় হানাহানি ও কুসংস্থার থে‌কে আমরা মুক্ত হেতে চাই। দুর্গা পূজা মহালয়র দি‌নে তে‌শের পঞ্চগ‌ড়ে এক‌টি নৌদুর্ঘটনায় অ‌নে‌কের প্রাণ হা‌নি হয়, সে দুর্ঘটনার জন‌্য আমরা শোকাহত।

তিনি আরো বলেন, এখানে সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মীয় উৎসব পালন করবে। আচার অনুষ্ঠান পালন করবে স্বাধীনভাবে। আর সেটি নিশ্চিত করতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, কালিবাড়ী মন্দিরের সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, উদযাপন পরিষদের আহ্বায়ক গোবীন্দ্র সাহা, কোষাধক্ষ্য বিকাশ মজুমদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুর রহমান গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার প্রমুখ।