মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, ডাক অধিদফতরকে অনলাইনের সাথে তাল মিলিয়ে আধুনিক হতে হবে। অনলাইনের কার্যক্রম অনুসারে ডাক বিভাগের কার্যক্রম চালাতে হবে। এ কাজ করতে পারলে ডাক বিভাগও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং তার হৃত গৌরব ফিরে পাবে।
৮ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী বাজার সাব পোস্ট অফিস এর নতুন ভবন নির্মাণ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডাকঘর ঐতিহ্য হারানোর হাত থেকে রক্ষা পাবে। ডাকঘরের আভিধানিক অর্থ পাল্টে যাবে। ডাকঘর তখন খালি ডাকবক্স কিংবা ধুলো পড়া পুরনো চিঠিপত্রের সমাহার হিসাবে চিহ্নিত হবে না। আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে ডাকঘর ফিরে আসবে তার স্বরূপে। আবারো ডাকবক্স তার পুরনো আমেজ ফিরে পাবে, চিঠিতে ভরে যাবে ডাকবক্স, এটাই প্রত্যাশা।
নুরুল আমিন রুহুল বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ও সাধারণ মানুষের দোরগোড়ায় ডাক বিভাগের নতুন সেবা পৌঁছে দিতে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদোষ্টা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রযুক্তিতে বাংলাদেশ যে একটা নতুন যুগে প্রবেশ করেছে, তা আরও স্পষ্ট হয়েছে ২০২০-২০২১ সালের বৈশ্বিক মহামারি করোনার পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিরলস পরিশ্রমের ফলে বাংলাদেশে যে ব্যাপক ডিজিটাইজেশন হয়েছে তারই সুফল পাওয়া গেছে করোনার সময়ে। অফিসের মিটিং, স্কুলের ক্লাস, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্যসেবা সবকিছুতেই প্রযুক্তিগত উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ যাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোঃ হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক (পরিকল্পনা) সালেহ আহমেদ, কুমিল্লা বিভাগের ডিপিএমজি মোহাম্মদ মোজাম্মেল হক, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, ঢাকা মেট্রোপলিটন সার্কেল এর নির্বাহী প্রকৌশলী শামীমুর রেজা, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বাংলাদেশ ডাক কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুসা আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম।
এর পূর্বে নাউরী বাজারে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।