মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম, মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিরা।
এ সময় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভানোর হমরা প্রদর্শন করেন।