মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ভেজাল ওষুধ প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় ভ্রাম্যমান আদালতে ৪টি ওষুধ দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পৌরশহরের মেহের কালিবাড়ি ও সূচিপাড়া বাজারে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথ অভিযানে এ দন্ড প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন এ অভিযানে দোকানিদের প্রয়োজনীয় কাগজপত্র ও মানহীন ঔষধ রাখার দায়ে মেহের কালী বাড়ি বাজারের প্রেসক্রিপশন সেন্টারকে ১০, সূচীপাড়া বাজারের আসিফ ঔষধ বিতানকে ১৫ , মেডিসিন এন্ড ডক্টরসকে ১০ ও আল আমিন ফার্মেসীকে ১৫ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা দন্ড প্রদান করা হয়।
ওই একই বাজারের স্থানীয় একটি খাবার হোটেলকে ভোক্তা অধিকার রক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ কাজে সহযোগিতা করেন চাঁদপুরের ড্রাগ সুপার মৌসুমী আক্তার এবং শাহরাস্তি পুলিশ প্রশাসন।