রাফিউ হাসান হামজা : আগামী ২২ নভেম্বর শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে তড়িঘড়ি করে মেয়াদ উত্তীর্ণ ও অ-অনুমোদিত ওয়ার্ড কমিটির সদস্য, বিতর্কিত কাউন্সিলর তালিকা প্রণয়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিতোষী পূর্ব ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে চিতোষী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, টাকা খেয়ে জামায়াত ও বিএনপির লোকদের কাউন্সিলর করা হয়। তড়িঘড়ি করে এক পক্ষকে বিজয়ী করতে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর ইউনিয়ন সম্মেলনের পূর্বে এ তালিকা বাতিলের দাবি জানানো হয়।
অন্যথায় সম্মেলন করতে দেয়া হবে না বলে তারা দাবি করেন এবং সম্মেলন করতে গেলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাবিবুল হক দোলন, সাবেক যুবলীগ নেতা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ছফি উদ্দিন আল মজীর (সাহেব আলী), ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু স্বপন চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক আঃ হান্নান, ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবু মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রাসেল হায়দার, আওয়ামীলীগ নেতা মাস্টার আবু জাফর, আঃ ছাত্তার মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন রিপনসহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী উপস্থিত ছিলেন।