সজীব খান : চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান আবার ও প্রার্থী হচ্ছেন বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। দলের প্রয়োজনে তৃনমূলের নেতাকর্মীদের দাবি ও মতামতের ভিত্তিতে তিনি ফের সভাপতি হতে চাচ্ছেন।
৬ ডিসেম্বর ত্রী বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে শেষ করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
নুরুল ইসলাম নাজিম দেওয়ান আওয়ামী লীগের দুঃসময়ের সাহসী নেতা হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে এবার সভাপতি হওয়ার দাবিদার বলে তৃনমূলের নেতাকর্মীরা জানিয়েছেন। ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের দুঃসময়ে নুরুল ইসলাম নাজিম দেওয়ান পাশে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তিনি দায়িত্ব থাকা কালিন সময়ে বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে থেকেছেন। নেতাকর্মীদের সব সময় খোঁজ খবর নিয়েছেন। দলের সকল বিষয়ে আলোচনা করেছেন। দলের প্রয়োজনে তিনি কখনোই পিছু না হতে সামনে এগিয়েছেন।
নুরুল ইসলাম নাজিম দেওয়ানের প্রতি তৃনমূলের কর্মীদের অনেক আস্থা রয়েছে, দলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সব সময় কঠোর ছিলেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সময় এক্য রেখেছেন। সদর উপজেলা আওয়ামী লীগের কোন প্রকার বিবেদ না রেখে সকলের মাঝে ঐক্য রেখে নাজিম দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, আমি দলের প্রয়োজনে এবারও সভাপতি প্রার্থী আছি, বিগত দিনের দলের প্রয়োজনে আমি কাজ করেছি, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যাশা নেতৃবৃন্দ পূরণ করবে। আমার রাজনীতির জীবনে যা করেছি, দলের জন্যই করেছি, দলের বাহিরে গিয়ে কখনোই আমি কোন সিদ্বান্ত নেইনি, যাইনি। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সব সময় আছি, থাকবো।