মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সুচিপাড়া দক্ষিণ ও রায়শ্রী উত্তর ইউপি আ’লীগের এি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
সম্মেলন স্থল সকাল থেকে প্লেকার্ড ব্যানার ফেস্টুনে সায়লাব হয়ে পড়ে।
ওইদিন শুরু হওয়া সম্মেলনে তৃণমূলের ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
সোমবার (২১-নভেম্বর) সকালে সুচিপাড়া দক্ষিণ ইউপির কেশরাঙ্গাঁ ইউপি পরিষদ প্রাঙ্গঁনে এ সম্মেলন সম্পন্ন হয়।
এতে আ’লীগ নেতা আবুল বাশার পাটোয়ারী সভাপতি এবং সাবেক যুবলীগ নেতা মো. মাসুদ আলম পাটওয়ারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
একই দিন বিকেলে উপজেলার রায়শ্রী উত্তর ইউপি কমপ্লেক্স প্রাঙ্গঁণে ওই ইউপির আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন মিজানকে নেতা নির্বাচিত হয় ।
উক্ত সম্মেলনে শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আজ তৃণমূলে ইউনিয়ন পর্যায়ে যে নেতৃত্ব তৈরি হবে। ওই নেতৃত্ব আগামী দিনে তথা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসন উপহার দিতে সহায়ক হবে। আপনারা এখন থেকে সেভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়া তিনি ভোটারদের উদ্দেশ্যে এই সংগঠনে (আ’লীগে) বহিরাগত এবং দলের বিরুদ্ধে বিপথগামী সদস্যদের নির্বাচিত না করার আহ্বান জানান।
এছাড়া তিনি হাজীগঞ্জ শাহরাস্তির বিগত দিনে যে উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন, তা জনগণের সম্মুখে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের তুলে ধরার কথা বলেন। তিনি এও বলেন আমরা আশাবাদী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এদেশে আবারো সরকার গঠন করবে। আর সেটি সম্ভব আপনাদের ঐক্য ও জনগণের সমর্থনে।
ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মনজুর আহমেদ, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এবং সম্মেলন প্রস্তুতি কমিটির, মনিটরিং কমিটির সদস্য আবু নাছের পাটোয়ারী বাচ্চু, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, সুচিপাড়া দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফ, রায়শ্রী উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, পৌরসভার সাবেক আলীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর মুকবুল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।