মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মোল্লা নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নায়েরগাঁও উত্তর ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও স্থানীয় সাংসদ এ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা।
কৃতজ্ঞতা প্রকাশকালে কামরুজ্জামান মোল্লা জানান, আমার এ ইউনিয়নের জনগণ আমাকে ভালোবেসে তাদের যে আমানত মূলবান ভোট আমাকে দিয়েছে। আগামী দিনে তাদের এ ঋণ আমি জনসেবার মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। নায়েরগাঁও উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের মূলবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।