মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী।
সহকারী সুপার মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আঃ মান্নান, জসিম উদ্দিন, বজলুল গনি, সেলিনা বেগম, শিক্ষক আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, ইবতেদায়ী প্রধান শামসুল
হক মিয়া ও মাওলানা নেয়ামত উল্লাহ সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।