একুশে পদকপ্রাপ্ত লেখক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি ও মহাপরিচালক রফিকুজ্জামান রণি।
এক বার্তায় তারা জানান, চাঁদপুর জেলার কৃতিসন্তান ড. রফিকুল ইসলাম ছিলেন সমগ্র বাংলাসাহিত্যের সম্পদ। তাঁর মতো গুণীমানুষ হারিয়ে আমরা বাকরুদ্ধ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতিসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।