স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীদের উম্মুক্ত আলোচনায় মৈশাদী ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সালে (অলি পাটওয়ারী) নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীর বিরুদ্ধে প্রচারনার বাঁধা দেওয়ার অভিযোগ করেন, পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী বক্তব্য দেন।
বক্তব্য তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, বিএনপির দুজন প্রার্থী ছিল, বিএনপি নির্বাচনে না যাওয়ার কারনে একজন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে, সে বিএনপি সদর উপজেলা সহ সভাপতি, বিএনপি নির্বাচনে যায়নি, তাই তার দলের নেতাকর্মীরাই তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার পক্ষ থেকে তার প্রচারনায় বাঁধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের আপনাদের কাছে বিচার চাই।