স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত উন্নত সেবা নিশ্চিত কল্পে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ওয়েব পোর্টাল হালনাগাদ সক্ষমতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসশালায় সদর নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহনাজের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি বলেন, জনগনের উন্নত সেবা নিশ্চিত কল্পে এ কর্মশালার আয়োজন করা হয়।ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা থাকতে হবে। আমি মনে করি এ প্রশিক্ষনের মাধ্যমে সকলের দক্ষতা বৃদ্ধি হবে।
উপজেলা ডেভেলপমেন্ট (জাইকা) কর্মকর্তা শেখ মোঃ হারুনুর রশিদ হীরার পরিচালনায়, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রগ্রামার (আইসিটি) মোঃ হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা পলিন, সহকারি কমিশনার ভুমি মোঃ হেলাল চৌঃ, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তারসহ সকল কর্মকর্তা কর্মচারিগন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সদর উপজেলার সিএ দিদার হোসন।