জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) শহরের বিপণী বাগ আইএবি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন।
তিনি বলেন, ওলামায়ে কেরামগণ জাতির শ্রেষ্ঠ সম্পদ, তাদের দিকনির্দেশনা ও পরামর্শ থাকলে সমাজের সকল প্রকার অসংগতি দূর করে অন্যায় ও ব্যভিচার মুক্ত আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই আমরা সরকারকে বলবো, ওলামায়ে কেরামদেরকে জেলে আটক করে না রেখে এই রমজানে সকল আলেম-ওলামাদেরকে মুক্তি দিন। আলেম-ওলামাদের পরামর্শ ও দোয়া নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, দেশে শান্তি আসবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওঃ আনসার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ নাসির উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক সভাপতি মাওঃ নূরুলআমিন জিহাদী, বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও মুফতী ফারুক আহমেদ, বিশিষ্ট আলেম মাও শিহাব উদ্দিন আনসারী, মাওঃ আক্তার হোসেন, মাওঃ মোবারক হোসেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাও হেলাল আহমাদ,
চাঁদপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ আবুল বাশার তালুকদার, মাওঃ রাসেল আহমেদ, মাওঃ রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।