মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৯ রমজান বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় গোবিন্দপুর এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর সাত্তার বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম রবি, সহ-সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইমরান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন প্রধান, রমিজ পাটেয়ারী, মামুন পাটোয়ারী প্রমুখ। ঈদ বস্ত্র বিতরণে প্রবাসী কমিটির সভাপতি লোকমান হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান বাবু, এলাকার পেশাজীবি ও ব্যবসায়ীরা আর্থিক সহযোগিতা করেন। ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের লুঙ্গি ও শাড়ি বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক নূরে আলম রাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সমাজের গরিব, অসহায় ও এতিমদের পাশে থেকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে সংগঠনটি। এই সংগঠনের আগামী পথচলায় এলাকার সকলকে পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।