মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আ’লীগের বর্ধিত সভায় সুচিপাড়া উত্তর -দক্ষিণে আসন্ন ইউপির নির্বাচনের মনোনয়ন যুদ্ধে নৌকা চাইলেন ২০ জন প্রার্থী।
শনিবার (৩০-অক্টোবর) উপজেলার সুচিপাড়া দক্ষিণে সকাল ১০ টায় কেশরাঙ্গা ইউপি ভবনের সম্মুক্ষে ও বিকেল ৪টায় সূচীপাড়া উত্তরে ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উপজেলা আ’লীগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন (সাবেক) উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপ্রদানে দলীয় কর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে অত্র ইউপি গুলোতে আগ্রহী প্রার্থী চূড়ান্ত করা হয়। ওই সময় সকালে সুচিপাড়া দক্ষিণ ইউপিতে ৮জন নৌকার প্রতীক পেতে নাম প্রস্তাব সমর্থন করা হয়। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মাহতাব উদ্দিন হেলাল, সারোয়ার হোসেন জুয়েল, মাহবুবুর রহমান রিপন, জাকির হোসেন ফরাজী পাটোয়ারী , ডাক্তার ওমর ফারুক, জাহানারা আক্তার।
অন্যদিকে একই দিন বিকেলে সুচিপাড়া উত্তর ইউপির ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি বর্ধিত সভায় ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থী প্রস্তাব সমর্থনে নির্ধারণ করা হয়। ওই সময় ১২ জনের নাম প্রস্তাব করেন তারা হলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ সেলিম খান, মোশারফ হোসেন, মোঃ নিজামুদ্দিন, মহিউদ্দিন রিপন, মেশকাত হোসেন বিটু, সাকায়েত হোসেন, আবু নেছার ওয়াজেদ, ইমাম হোসেন, কবির হোসেন, জেসমিন আক্তার।
এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যানার,ফেস্টুন, প্লেকার্ড, নিয়ে মিছিল সভাস্থল মুখরিত করে তোলে। ওই সময় বিভিন্ন প্রার্থীর পক্ষে দলীয় কর্মী সমর্থকদেরকে স্লোগান দিতে দেখা গেছে।
২’টি ইউপিতে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে সম্পৃক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী ,পৌর মেয়র ও পৌর আলীগের আহবায়ক হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, পৌরসভার সাবেক আ’লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মো. আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু,প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহবুব আলম চৌধুরী,উপজেলা ছাএলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ২ টি ইউপিতে আ’লীগের সকল স্তরের দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিতিতে সরব ছিল।