মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনকল্পে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুুতি সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মবিন সুজন প্রধান।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, জমির হোসেন পাটোয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক পাটোয়ারী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আক্কাস তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাঁকন মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, সহ-সভাপতি সাইফুল ইসলাম মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান পাটোয়ারী প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকেলে ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ই আগস্টের শোক সভা পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় ইউনিয়নের সর্বস্তরের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী, নারায়ণ মজুমদার, বিল্লাল প্রধান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সোহেল প্রধান, আওয়ামীলীগ নেতা এম রেজোয়ান বাদল, যুবলীগ নেতা রাসেল প্রধান, আল আমিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা শান্ত, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সানোয়ার হোসেন, সাঈদ হাজীসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।