মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামে মাওলানা মোঃ ইয়াছিন প্রধান নামের এক ব্যক্তির অর্ধ শতাধিক গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী জানান। ভুক্তভোগী ইয়াছিন প্রধান ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্ত মাওলানা মো. ইয়াছিন প্রধান জানান, বাড়ির পশ্চিমপাশে রাস্তা সংলগ্ন জমির পাড়ে গত প্রায় একমাস আগে দেশী প্রজাতির কড়ই গাছের চারা রোপন করেন। সেই গাছের চারাগুলো পরিচর্যা ও সংরক্ষনের জন্য বাশের খটি ও নেটজাল দিয়ে বেড়া দেওয়া হয়। গতকাল (২ সেপ্টেম্বর) কে বা কারা রাতের আধারে শত্রুতা করে গাছের চারাগুলো কেটে ক্ষতি করেছেন। রবিবার সকালে গাছের চারা দেখতে গিয়ে এমন ঘটনা দেখতে পাই।
ইয়াছিন প্রধান আরও জানান, গত ১০/১৫ দিন আগেও রাতের আধারে একই কায়দায় আমার কিছু গাছের চারা ভেঙ্গে ফেলে। কয়েকদিন পর পর এমন ঘটনায় আমি আশংকায় আছি গাছগুলো টিকিয়ে রাখতে।
স্থানীয় এলাকাবাসী জানান, মাওলানা ইয়াছিন এই জায়গায় বেড়া ও গাছের চারা রোপন করার পর থেকেই দুর্বৃত্তরা রাতের আধারে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে চলছে। একবার গাছের চারা কাটার পর আবারও নতুন করে গাছ লাগালে সেগুলোও কেটে ফেলে।
স্থানী ইউপি সদস্য শহীদ মিয়াজী জানান, ঘটনাটি আমাকে জানানো হয়েছে। যেহেতু তিনি জানেন না কে এমন ঘটনা ঘটিয়েছে। তাই ভুক্তভোগী ব্যক্তিকে আমি সালিশী বৈঠকের পরামর্শ দিয়েছি।