মো: রাছেল : কচুয়ায় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে সাচার-বাইছারা সড়কের সেন্ট্রাল হাসপাতালের উত্তর পাশের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মৃত আলমগীর হোসেনের পুত্র রাকিব (১৯) এবং সাব্বির হোসেনের পুত্র হাবিব (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেল সহ তাদের আটক করে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী রাকিব ও হাবিবের চালচলন সন্দেহজনক মনে হলেএলাকার ছেলেরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদকরলে তারা তারা কোন উত্তর দিতে পারেনি।এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় এইগুলো কার জন্য আনা হয়েছে জানতে চাইলে তারা জানায় এই ফেনসিডিলগুলো মনির চেয়ারম্যানের পুত্র বুসের জন্য আনা হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিউদ্দিন জনান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চাঁদপুর কোর্টে সোপার্দ করারমাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।