শাহরাস্তিতে এক ঔষধ দোকানিকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার পৌরশহরের মেহার কালীবাড়ি বাজার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আল মদিনা ফার্মেসিতে এ আদালত পরিচালনা করা হয় ।
সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন শাহরাস্তি উপজেলাসহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ আদালত পরিচালনা করে দন্ড প্রদান করেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে আল মদিনা ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের দন্ডবিধি , ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা ও দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এ অর্থদন্ড প্রদান করা হয়।
এ কাজে সহযোগিতা করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নাসির উদ্দীনসহ মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও শাহরাস্তি থানা পুলিশের এক দল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।