মো. রাছেল, কচুয়া : কচুয়ায় পাঁচ আওয়ামী লীগ নেতা বহিস্কার সহ দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে।
বহিস্কৃত পাঁচ নেতা হচ্ছেন- ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ, ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী জহিরুল ইসলাম, ১নং সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ও সদস্য সেলিম মজুমদার শুভ। ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (আশ্রাফপুর ইউনিয়ন) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক সিকদারের (বিতারা ইউনিয়ন) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সুপারিশ করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর ২৭ ডিসেম্বরের স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়- ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে সাংগঠনিক শৃঙ্গলা বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার অভিযোগে উল্লেখিত পাঁচ নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় (৬) উপ ধারায় মোতাবেক দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে ও একই অভিযোগে অপর দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেতার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নিকট সুপারিশ করা হয়।