কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, সিটি নিয়ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এই জনপ্রিয় ব্যক্তিত্ব ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউপির ৭নং ওয়ার্ডের শারীরীক প্রতিবন্ধী মেম্বার পদপ্রার্থী মোঃ রুহুল আমিন ছৈয়ালের হাতে হুইল চেয়ার তুলে দেন।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মোঃ রুহুল আমিন ছৈয়াল হুইল চেয়ার পেয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি বিগত দিনে বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও প্রতিবন্ধী ভাতাসহ কোন সহযোগিতা না পাওয়ায় রাগের ক্ষোভে ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছি।
উল্লেখ: আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হাইমচরের ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মোঃ রুহুল আমিন ছৈয়াল অংশ নিচ্ছেন। তাঁর প্রচার প্রচারণা এবং স্বাভাবিক জীবন-যাপনের জন্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান হুইল চেয়ার প্রদান করেন।