ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্যে সেজেছে ‘উই হাটবাজার’ মেলা

উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট এর আয়োজনে চাঁদপুরে হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ‘উই হাটবাজার’।
শুক্রবার (৭ জুন) হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন টেস্টি বাইট এন্ড পার্টি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা সাতটি স্টল দেন। এসব স্টলে বিভিন্ন ধরনের হোমমেড কেক, বিস্কুট, আচার, ঘি, হাতের তৈরি বিভিন্ন প্রসাধনী, তুলি, আলপনা আঁকা হস্তশিল্প, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, আমসহ নানা সামগ্রী স্থান পায়। বৈরি আবহাওয়ার মধ্যেও শত শত নারী-পুরুষ মেলায় এসে কেনাকাটা করেন। নারী উদ্যোক্তা মুসকান নূর বলেন, আমরা যারা অনলাইনের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে হাতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছি, তাদের জন্য এ নারী উদ্যোক্তা মেলা বিশাল প্রাপ্তি।
আগামীতেও নারী উদ্যোক্তাদের নিয়ে উই হাটবাজারের আয়োজন করা হবে।
উই চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর শায়লা শওকত বলেন, দেশের সবকটি জেলায় উই হাটবাজার মেলা চলছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করব।
তিনি আরো বলেন, চাঁদপুরে এবার দশমবারের মতো নারী উদ্যোক্তা মেলার আয়োজন আমাদের অনুপ্রাণিত করছে। আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে বছরে আরো বেশি মেলার আয়োজন করতে প্রচেষ্টা চালাব।
এছাড়াও দেশের অর্থনীতি সচল রাখতে নারীদের ভূমিকাও এখন প্রশংসার দাবিদার। সেই সাথে ব্যবসা-বাণিজ্যে নারীর অংশীদারত্ব দেশের সার্বিক অর্থনীতির জন্য সুফল বয়ে আনছে বলে মনে করি।
উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার প্রচেষ্টায় শুরু হওয়া উই হাটবাজার অনলাইন মার্কেটপ্লেসটি বিশ্বের প্রথম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে শুধু মাত্র দেশীয় পণ্য তুলে ধরা হয়। আর সেই আঙ্গিকে অফলাইনে ও উই হাটবাজার মেলা করে নারীরা তাদের পণ্যের পরিচিতি তুলে ধরছে।
তারই আলোকে শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর জেলা উই কো-অর্ডিনেটর শায়লা শওকত, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার ইমু এবং হাজীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মুসকান নূরের তত্ত্বাবধানে এই আয়োজনটি সম্পন্ন হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

হাজীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্যে সেজেছে ‘উই হাটবাজার’ মেলা

আপডেট সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট এর আয়োজনে চাঁদপুরে হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ‘উই হাটবাজার’।
শুক্রবার (৭ জুন) হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন টেস্টি বাইট এন্ড পার্টি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা সাতটি স্টল দেন। এসব স্টলে বিভিন্ন ধরনের হোমমেড কেক, বিস্কুট, আচার, ঘি, হাতের তৈরি বিভিন্ন প্রসাধনী, তুলি, আলপনা আঁকা হস্তশিল্প, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, আমসহ নানা সামগ্রী স্থান পায়। বৈরি আবহাওয়ার মধ্যেও শত শত নারী-পুরুষ মেলায় এসে কেনাকাটা করেন। নারী উদ্যোক্তা মুসকান নূর বলেন, আমরা যারা অনলাইনের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে হাতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছি, তাদের জন্য এ নারী উদ্যোক্তা মেলা বিশাল প্রাপ্তি।
আগামীতেও নারী উদ্যোক্তাদের নিয়ে উই হাটবাজারের আয়োজন করা হবে।
উই চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর শায়লা শওকত বলেন, দেশের সবকটি জেলায় উই হাটবাজার মেলা চলছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করব।
তিনি আরো বলেন, চাঁদপুরে এবার দশমবারের মতো নারী উদ্যোক্তা মেলার আয়োজন আমাদের অনুপ্রাণিত করছে। আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে বছরে আরো বেশি মেলার আয়োজন করতে প্রচেষ্টা চালাব।
এছাড়াও দেশের অর্থনীতি সচল রাখতে নারীদের ভূমিকাও এখন প্রশংসার দাবিদার। সেই সাথে ব্যবসা-বাণিজ্যে নারীর অংশীদারত্ব দেশের সার্বিক অর্থনীতির জন্য সুফল বয়ে আনছে বলে মনে করি।
উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার প্রচেষ্টায় শুরু হওয়া উই হাটবাজার অনলাইন মার্কেটপ্লেসটি বিশ্বের প্রথম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে শুধু মাত্র দেশীয় পণ্য তুলে ধরা হয়। আর সেই আঙ্গিকে অফলাইনে ও উই হাটবাজার মেলা করে নারীরা তাদের পণ্যের পরিচিতি তুলে ধরছে।
তারই আলোকে শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর জেলা উই কো-অর্ডিনেটর শায়লা শওকত, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার ইমু এবং হাজীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মুসকান নূরের তত্ত্বাবধানে এই আয়োজনটি সম্পন্ন হয়।