নবারুণ আদর্শ শিশু শিক্ষা নিকেতন বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে শুরু করার উদ্দেশ্যে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
১২ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীবৃন্দ।
এ সময় স্কুলের প্রাক্তন শিক্ষিকা নুরজাহান এবং মুন্নাদি বলেন, নবারুন আদর্শ শিশু শিক্ষা নিকেতন জেলা প্রসাশক ও গনি আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সিদ্ধান্তক্রমে স্হাপিত হয় ১৯৮৬ সালে। চাঁদপুর শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবনে নবারুণ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের কার্যক্রম সুন্দরভাবে চলছিলো।
২০১৮ সালে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ স্কুলটি বন্ধ করার চেষ্টা ব্যর্থ হওয়ায়, ২০১৯ সালের মাঝামাঝি সময় প্রায় ৩০০ ছাত্র ছাত্রীর উপস্থিতে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তৎকালীন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সমন্বয়ে স্কুলটি পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এক বছর কার্যক্রম চলার পরে ২০২০ সালে স্কুলটি পুনরায় বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষক মন্ডলীদের অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করতে বাধা দেওয়া হয় এবং অফিস কক্ষ তালা বন্ধ করে রাখে।
শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা প্রদান করা হয়। রাজনৈতিক কিছু সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।অফিস কক্ষের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কিছু অসাধু দুষ্কৃতী, সন্ত্রাসীদের নেতৃত্বে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনের আশ্রয় নিলে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং শিক্ষকদের ওপর হামলা করার চেষ্টা করে এবং মামলা তুলে নিতে বাধ্য করে।
অতএব আমরা স্কুলটি ফিরে পেতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, জেলা প্রশাসকসহ সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করি। আমরা আমাদের নবারুন স্কুলটি ফিরে পেতে চাই এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।
পরবর্তীতে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করলে নবারুণ আদর্শ শিশু শিক্ষা নিকেতন ভবন পুনরায় ফেরত দেওয়ার আশ্বাস প্রদান দেন।