চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বাদ আছর হাজীগঞ্জ বড় মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা ও সাবেক ইউপি চেযারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকীর পরিচানায় দোয়া পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মুফতি আবদুর রউফ।
এসময় অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা, সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, মোহাম্মদ কলিম উল্লাহ ভুঁইয়া হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী আমির হাজিগঞ্জ পৌরসভা, মাওঃ মোজাম্মেল হোসেন মজুমদার নায়েবে আমির হাজীগঞ্জ উপজেলা, হাফেজ মাওলানা কবির হোসাইন নায়েবে আমির হাজীগঞ্জ পৌরসভা, মাওলানা শরিফ হোসেন পাটোয়ার সেক্রেটারি হাজিগঞ্জ উপজেলা, মোঃ আবু তাহের সহকারী সেক্রেটারি হাজীগঞ্জ পৌরসভা, মোঃ জয়নাল আবেদিন সহকারী সেক্রেটারি হাজীগঞ্জ উপজেলা, বাজার সমিতির নির্বাচিত সদস্য মহিউদ্দিন মাইনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আ ন ম মাহবুবে এলাহী প্রমুখ।